Rural Electricity, Bangladesh

প্রতিটি ঘরেই বিদ্যুৎ সেবা

বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেয়ার লক্ষ্যে নিয়োজিত বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। নতুন সংযোগ পেতে আজই এই সিস্টেম থেকে আবেদন করুন।

আবেদন করুন

নতুন বিদ্যুৎ সংযোগ পাবার ধাপসমূহ

  1. ০১ সংযোগ পেতে এই সিস্টেম থেকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফর্ম খুলতে এখানে ক্লিক করুন
  2. ০২ যথাযথ অফিস নির্বাচন করে সকল নির্দেশনা মেনে আবেদনের তথ্য সংরক্ষণ করুন (সংযোগস্থল থেকে সার্ভিস পোলের দুরত্ব অনধিক ১৩০ ফিট হতে হবে)
  3. ০৩ পরবর্তীতে আবেদন ব্যবস্থাপনাতে (ড্যাশবোর্ড) লগইন করতে এস.এম.এস. ও ই-মেইলে পাঠানো ইউজার আইডি (জাতীয় পরিচয়পত্র নম্বর) ও পাসওয়ার্ড সংরক্ষণ করুন
  4. ০৪ আবেদন ব্যবস্থাপনাতে (ড্যাশবোর্ড) লগইন করে ওয়্যারিং-এর তথ্য ও গ্রাউন্ডিং রডের মেমোর তথ্য দিয়ে আবেদনটি আপডেট করে সম্পূর্ণ আবেদনটি সাবমিট করুন
  5. ০৫ পরবর্তীতে আবেদনটি পিবিএস কর্তৃক অনুমোদিত হলে একটি ডিমান্ড নোট আবেদনকারীর ই-মেইলে ও ড্যাশবোর্ডে পাঠানো হবে
  6. ০৬ ডিমান্ড নোটের সমপরিমাণ অর্থ পিবিএস ক্যাশ কাউন্টারের মাধ্যমে জমা দিন
  7. ০৭ সঠিক আবেদন ও ডিমান্ড নোটের টাকা জমার বিপরীতে একটি সিএমও ইস্যু করা হবে
  8. ০৮ সংযোগস্থলে মিটার সংযোগ দেয়ার পরে 'গ্রাহক হিসাব নম্বর'টি গ্রাহকের মোবাইলে এস.এম.এস. করে জানিয়ে দেয়া হবে

আবেদন করার পূর্বে বিস্তারিত নিয়মাবলী জানতে হেল্প-এ ক্লিক করে নিয়মাবলিটি যথাযথভাবে পড়ুন।